নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম কলেজে পড়ুয়া সন্দ্বীপের শিক্ষার্থীদের ছাত্র সংগঠন সন্দ্বীপ স্টুডেন্টস্ এসোসিয়েশন চট্টগ্রাম কলেজ এর বর্ষপঞ্জি মোড়ক উন্মোচন, নবীন বরণ ও নতুন কমিটি পরিচয় পর্ব ৪ ফেব্রুয়ারি (শুক্রবার) হালিশহরস্থ নয়া বাজার বিশ্বরোড সংলগ্ন মাতৃভূমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আতিকুর রহমান তুহিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আফ্রিদি শিশির এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর নিউরোসার্জারী বিভাগের এর সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ সানাউল্লাহ শামীম।
এছাড়াও উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড তাহের-মনজুর কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ, পোর্টভিউ হাসপাতালের চেয়ারম্যান এবং সাবেক সোনালী ব্যাংক এর জি.এম সৈয়দ মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী সফিউল আজম তুহিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সানাউল্লাহ শামীম সংগঠনটির ভূয়সী প্রশংসা করেন এবং সবাইকে সন্দ্বীপের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত চট্টগ্রাম কলেজে পড়ুয়া নবীন শিক্ষার্থীদের পাশে থাকার আহবান জানান।