নিজস্ব প্রতিবেদক, রতন কান্তি দাশ,
(১)চট্রগ্রামের সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড মাহালিয়ার মৃত ক্ষেত্র মোহন দাশের ছেলে সনাতন দাশের স্ত্রী শিপ্রা চৌধুরী সাংবাদিকদেরকে বলেন,তার স্বামি একজন প্রতিবন্ধী। তারা প্রতিপক্ষের ভয়ে স্বামীর নিজস্ব ও পৈতৃক বাড়িতে থাকতে পারছেনা এবং নিরাপত্তাহীনতায় ভুগছে।তারা বাড়ি ভিটা ছেড়ে বান্দরবানে বসবাস করছে। তার শ্বশুর ক্ষেত্র মোহন দাশ ২০০৬সালে মারা যাওয়ার পূর্বে ১৯৭৪সালে তার শ্বশুরের নামে বিএস জরিপকৃত স্বত্ব, ১৫/১০/১৯৭৪সালের ৭০০৬নং অংশ নামা মূলে স্বত্ব এবং ২২/১২/১৯৮১সালে ক্রয়কৃত ৬৯৩০নং কবলামূলে স্বত্ত্বের ৮০শতক জায়গা ২২/০৬/২০০৫সালে সম্পাদিত ও রেজিস্ট্রিকৃত ৮নং উইলনামা মূলে তার স্বামী সনাতন দাশকে উইলনামা করে দেন।এই উইলনামামূলে স্বত্ব তার স্বামীর নামে সরকারিভাবে ডকুমেন্টডারি করার জন্য তার স্বামীকে বাদী করে ২৫/১১/২০১৯সালে শান্ত কুমার দাশ,পিতা-ক্ষেত্র মোহন দাশ,এবং রুপাতন দাশ,পিতা-ক্ষেত্র মোহন দাশকে বিবাদী করে চট্টগ্রামের সাতকানিয়ার সিনিয়র সহকারী জজ আদালতে ১টি প্রবেট মিস মামলা করেন।যার মামলা নং-৭৯/২০১৯ইং।উক্ত মামলার দীর্ঘ শুনানির পর ৩১/০১/২০২১সালে বিজ্ঞ আদালত তার স্বামীর পক্ষে আদেশ দেন।যার আদেশ নং-১০।এই আদেশ মোতাবেক তার স্বামী এখন পরিপূর্ণ সরকারি ডকুমেন্টারি স্বত্ত্বের মালিক।এবং এই আদেশমূলে বিএস মিউটেশনও হয়।
কিন্তু এক শ্রেণীর স্বার্থন্বেষী মহল তার স্বামীর সম্পত্তি দখলে নিতে বার বার হামলা করেছে।এরই ধারাবাহিকতায় গত ২৭জানুয়ারি ২০২০সালে তার স্বামী ও তার উপর হামলা করা হয়।উক্ত হামলায় তার স্বামী ও সে আহত হন বলে জানান।উক্ত ঘটনার বিষয়ে সাতকানিয়া থানায় অভিযোগ দিলেও কোন সমাধান হইনি।তাই তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। ভয়ভীতি দেখিয়ে তার শ্বশুরের নামে বিএস জরিপকে পুজি করে ওয়ারিশ সনদ দিয়ে বিভিন্ন জনকে জায়গা বিক্রি করছে প্রতিপক্ষরা। প্রতিপক্ষরা তার স্বামীর কৃষি জমিতে জোর করে মাটি ভরাট করে দখলের চেষ্টা করে। প্রতিপক্ষের ভয়ে তারা বাড়ি ঘরে যাইতে পারছেনা। সে তার স্বামীর জায়গা ও স্বামীর পৈতৃক বাড়িতেই রাষ্ট্রীয় আইন মেনে সামাজিকভাবে বসবাস করতে চাই।তারা মিডিয়ার মাধ্যমে দেশবাসীসহ মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রশাসন, জনপ্রতিনিধি ও সবার সহযোগীতা কামনা করেন বলে জানান।