অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ
দক্ষিন চটগ্রামের পটিয়া উপজেলার ঐতির্য্যবাহী বানিজ্য কেন্দ্র শান্তিরহাট জম জম শফিং সেন্টারে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় দেশের ফাষ্টফুড জগতের অনন্য খ্যাতিমান সুনাম অর্জনকারী প্রতিষ্টান “সিজল” শাখা এক বর্নাঢ্য অনুষ্টানালায় শুভ উদ্ভোধন করা হয়।
এ অনুষ্টান শুরুতে অতিথিরা একযোগে মিলিত হয়ে প্রথম পর্যায়ে ফিতা কেটে প্রতিষ্টানের শুভ উদ্ভোধন।এরপর প্রতিষ্টানের শুভ জন্মলগ্ন উদযাপন উপলক্ষে আনন্দ উল্লাসে কেক কাটা সহ প্রতিষ্টানের উন্নতি কামনায় কোরান তেলোয়াতের মধ্য দিয়ে দোয়া-মোনাজাত করা হয়।
এ অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সিজল এমডি জনাব শহীদুল্লা কোরেশী,বিশেষ অতিথি ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ,মীলীগ নেতা মোঃ জাকারিয়া ডালিম,শান্তিরহাট ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি নুরুল আলম সওদাগর কুসুমপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট হোসাইন রানা কুসুমপুরা হাইস্কুল এন্ড কলেজ গভনিং বডির সদস্য ও আ,মীলীগ নেতা মোহাম্মদ এমরান মনা,শান্তিরহাট ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন চৌধুরী,সহ-সভাপতি মোজাম্মেল হোসেন রাজধন সদস্য মোহাম্মদ হোছাইন,শান্তিরহাট মীর-সুপার মার্কেট বনিক কল্যান সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর মেম্বার,শান্তিরহাট সিজল প্রতিষ্টানের প্রোপাইটার মোহাম্মদ এমরান এবং তার সহোদর ভাই মোহাম্মদ ফোরকান প্রমুখ।