বাবু চৌধুরীঃ
সৌদি আরবের জাজান শহরের বাদশাহ আবদুল্লাহ বিমানবন্দরে দুই দফা ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে তিন বাংলাদেশিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৮ অক্টোবর) রাত ও শনিবার ভোরে এই হামলা চালানো হয়। দেশেটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ এই তথ্য নিশ্চিত করেছে।
সৌদি সেনাবাহিনীর এক কর্মকর্তা এসপিএকে জানিয়েছেন, হামলায় বিস্ফোরক পদার্থ পরিপূর্ণ ‘লাদেন ড্রোন’ ব্যবহার করেছে দুর্বৃত্তরা। আহতদের মধ্যে বাংলাদেশি নাগরিক ছাড়াও (৬) সৌদি ও (১) সুদানি নাগরিক রয়েছেন।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যার দিকে প্রথমে সুরক্ষিত এলাকায় একটি ড্রোন থেকে গুলি ছোড়া হয়। পরে আরেকটি ড্রোন বিমানবন্দরের সামনের দিকের জানালায় হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। এরপর শনিবার সকালে একই স্থানে হামলার চেষ্টাকালে বিস্ফোরকভর্তি একটি ড্রোন আটক করা হয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীরা সদস্যরা।
সৌদি জোট বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি বলেছেন, সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী ইয়েমেন থেকে জাজানের উদ্দেশ্যে হুতিদের ছোড়া দু’টি সশস্ত্র ড্রোন প্রতিরোধ করে ধ্বংস করেছে। ড্রোনের কিছু ধ্বংসাবশেষ বিমানবন্দরের ভেতরে পড়ায় কয়েকজন যাত্রী ও কর্মী আহত হয়েছেন।
হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে- ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই ঘটনার জন্য দায়ী।