মোঃ ইদু খান স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হলদিপুর ইউনিয়নের বেরী হাজী উসমান উল্লাহ হাফিজিয়া মাদরাসার উদ্যোগে হিফজুল কোরাআন প্রতিযোগিতায় ১০ পারা গ্রুপে প্রথম স্থান অধিকার হয়েছেন মোঃ তুহিন ইসলাম।
দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের দৈনিক জনতার কণ্ঠ উপদেষ্টা জনাব শামছুল ইসলাম আবাব সাহেবের সুযোগ্যে ছেলে মোঃ তুহিন ইসলাম। সে হাতিয়া, নাছনী, বেতাউকা পীর আকিল শাহ (রঃ) নেছারিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা হিফজ বিভাগের শিক্ষার্থী।
গত ৩/১২/২০২২ ইংরেজি হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়। কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মোঃ তুহিন ইসলামকে সনদপত্র, ক্রেস কার্ড ও নগদ অর্থ প্রধান করেন, হাতিয়া, নাছনী, বেতাউকা পীর আকিল শাহ (রঃ) নেছারিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুনামধন্য শিক্ষকগণ। এসময় উপস্থিত ছিলেন, কুলঞ্জ ইউনিয়নের মানবিক চেয়ারম্যান জনাব একরার হোসেন একরার ও মাদ্রাসার শিক্ষার্থীগণ প্রমুখ।