মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের ২ নং গলি বাই-লেনের সার্বজনীন চলাচলের পথে বেআইনিভাবে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ করেছেন একই এলাকার স্থায়ী বাসিন্দা মনছুর আহমেদের স্ত্রী রোকেয়া বেগম।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে এক অভিযোগপত্রে বলা হয়, অভিযোগকারী রোকেয়া বেগম ২৮ নং ওয়ার্ডের ২ নং গলির স্থায়ী বাসিন্দা মরহুম রফিক আহমেদের কাছ থেকে মালিক ও দখলদার হয়ে উক্ত জায়গায় চ উ ক থেকে ভবন নির্মাণের জন্য অনুমোদন প্রাপ্ত হন। উক্ত সম্পত্তিতে চলাচলের একমাত্র পথটি স্থানীয় বাসিন্দা মোঃ জামশেদ ও আরো পাঁচজন অবৈধ স্থাপনা নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
বিষয়টি মেয়রকে অবগত করা হলে তিনি চলাচলের পথ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য চসিক ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন। মেয়রকে অভিযোগ উত্থাপনের সময় উপস্থিত ছিলেন ২৮ নং পাঠানটুলি ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর ও এস. এম কিবরিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।