1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
৩ নৌকার মাঝিকে পরাজিত করেছে বিদ্রোহী প্রার্থী চন্দনাইশে ইউপি নিবার্চনে নৌকা-৪, স্বতন্ত্র-৩ জয়ী - DeshBarta
সোমবার, ২৮ নভেম্বর ২০২২, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়া ৯৪ এর ফ্যামিলি মিলন মেলা ও মেজবান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত খালিয়াজুরীতে ৯ই ডিসেম্বর বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল শিশু আয়াত হত‍্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান – বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন দুমকি উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল। গামছা পলাশ ও দিপা’র নতুন গান ‘চক্ষু দুটি কাজলকালো’ চট্টগ্রাম সিটি একাডেমি স্কুলের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন  ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা তৃণমূলে প্রতিষ্ঠায় নির্মূল কমিটির অবদান অনস্বীকার্য’ বাঁশখালী সম্মেলনে ড.সেকান্দর চৌধুরী দাকোপ রিপোর্টার্স ক্লাবের উপ নির্বাচনে কোষাধ্যক্ষ পদে অরুপ সরকার নির্বাচিত। মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের উদ্যেগে মসজিদে বয়স্কদের কোরআন শিক্ষা কোর্সের উদ্ভোধন মরহুম নুরুল ইসলাম ডিসি ফুটবল একাদশ ৩-১ গোলে জয়ী

৩ নৌকার মাঝিকে পরাজিত করেছে বিদ্রোহী প্রার্থী চন্দনাইশে ইউপি নিবার্চনে নৌকা-৪, স্বতন্ত্র-৩ জয়ী

  • সময় বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৮২ পঠিত

জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশে ইউপি নিবার্চনে নৌকা প্রতীকে ৪, স্বতন্ত্র প্রার্থী ৩ চেয়ারম্যান প্রার্থী নিবার্চিত হয়েছেন। জোয়ারা ইউপি ছাড়া প্রত্যেক ইউনিয়নে নতুন মুখ।
চন্দনাইশ ইউপি নির্বাচনে গতকাল ৫ জানুয়ারী অনুষ্ঠিত ভোট যুদ্ধে ৩ নৌকা প্রার্থীকে পরাজিত করে জয়ী হয়েছে বিদ্রোহী প্রার্থী। চেয়ারম্যান পদে বরকল ইউনিয়নে আবদুল রহিম চৌধুরী (আনারস) ৫৪০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা ফেরদাউছ ইসলাম খান (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ১৯৪৩ ভোট, বৈলতলীতে আ’লীগ মনোনীত প্রার্থী এসএম সায়েম (নৌকা) প্রতীক নিয়ে ৭৮৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫২৪ ভোট, হাশিমপুর ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী এড. খোরশেদ বিন ইসহাক (নৌকা) প্রতীকে পেয়েছেন ৪৭৪১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী বর্তমান চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী (চশমা) প্রতীক নিয়ে পেয়েছেন ২৩৭০, বরমা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. খোরশেদ আলম (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪১৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী আ’লীগ মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ৪০৪৩ ভোট, কাঞ্চনাবাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবদুল শুক্কুর কোম্পানী (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৬৬০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ মনোনীত প্রার্থী এড. আবু ছালেহ (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫০২ ভোট, ধোপাছড়িতে আ’লীগ মনোনীত প্রার্থী মো. আবদুল আলীম (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ৩১৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী বর্তমান চেয়ারম্যান মো. মোরশেদুল আলম (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ১৭১৫ ভোট। জোয়ারাতে বর্তমান চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
তাছাড়া সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মধ্যে কাঞ্চনাবাদে সংরক্ষিত ১নং ওয়ার্ডে লাকী আকতার (বই), ২৫২৬, সংরক্ষিত ২নং ওয়ার্ডে সুলতানা পারভীন (মাইক), ১৮১১, সংরক্ষিত ৩নং ওয়ার্ডে খুরশিদা বেগম (বই), ১৫৬৪, বরকলে সংরক্ষিত ১নং ওয়ার্ডে সাবিনা ইয়াছমিন (বই), ১৪২৯, সংরক্ষিত ২নং ওয়ার্ডে আয়শা আকতার আজাদী (বই), ১১৭২, সংরক্ষিত ৩নং ওয়ার্ডে ঝর্ণা দাশ (বই), ১৯৭৮, ধোপাছড়িতে সংরক্ষিত ১ লাকী আকতার চৌধুরী (কলম) ৮৪৯ ভোট, সংরক্ষিত ২ জাহানারা বেগম (বই) ৯০২, সংরক্ষিত ৩ বিনা প্রতিদ্বন্দ্বীতায় লতিফা আকতার। বৈলতলীতে সংরক্ষিত ১নং ওয়ার্ডে নুরুন নাহার বেগম (বই), ২০৮১, সংরক্ষিত ২নং ওয়ার্ডে জেসমিন আকতার (মাইক), ১৩৭২, সংরক্ষিত ৩নং ওয়ার্ডে ফারহানা জান্নাত দিলু (বই), ২৫৯৩, হাশিমপুর ইউনিয়নে সংরক্ষিত ১নং ওয়ার্ডে মোছা. শাহিদা আকতার (মাইক), ২২১৯, সংরক্ষিত ২নং ওয়ার্ডে ফয়েজুন্নেছা বুলু (বই), ১৩২৮, সংরক্ষিত ৩নং ওয়ার্ডে তাহমিনা সুলতানা (বই), ১৩১৭, জোয়ারা ইউনিয়নে সংরক্ষিত ১নং ওয়ার্ডে ফিরোজা বেগম হেনা (মাইক), ৭৯৬, সংরক্ষিত ২নং ওয়ার্ডে কুলছুমা বেগম (মাইক), ১০৯৯, সংরক্ষিত ৩নং ওয়ার্ডে রহিমা বেগম (কলম), ৭৩১ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
অপর দিকে সাধারণ সদস্য পদে কাঞ্চনাবাদে ১নং ওয়ার্ডে আবদুল হাকিম শামীম (ফুটবল) ৫৭২, ২নং ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম (মোরগ) ৫৭১, ৩নং ওয়ার্ডে মো. শহিদুল ইসলাম, (মোরগ) ৩০৭, ৪নং ওয়ার্ডে মো. শাহ আলম (আপেল) ৫৩৪, ৫নং ওয়ার্ডে আবদুল আলীম (মোরগ) ৩৬৩, ৬নং ওয়ার্ডে মো. আনিসুল ইসলাম, (তালা) ৭৩৪, ৭নং ওয়ার্ডে মো. তৌহিদ (ক্রিকেট ব্যাট) ৪০৩, ৮নং ওয়ার্ডে মো. জাফর আলম (তালা) ৩১৬, ৯নং ওয়ার্ডে মো. আবুল হোসেন (ফুটবল) ৪৭৯। বরকলে ১নং ওয়ার্ডে মো. মহিউদ্দীন খান (টিউবওয়েল) ৪১৩, ২নং ওয়ার্ডে মো. সাইফুদ্দিন (ফুটবল) ৪৯১, ৩নং ওয়ার্ডে মো. ইমরান (তালা) ৩৮৯, ৪নং ওয়ার্ডে আবু জাফর (আপেল) ৪৮৯, ৫নং ওয়ার্ডে মো. সেলিম উদ্দিন (আপেল) ৪৯০, ৬নং ওয়ার্ডে মো. কামাল উদ্দিন (তালা) ৩৬৪, ৭নং ওয়ার্ডে মো. হাবিবুর রহমান (মোরগ) ২৭৪, ৮নং ওয়ার্ডে প্রিয়বত চৌধুরী (তালা) ৪০৮, ৯নং ওয়ার্ডে দিলীপ ভট্টাচাযর্য (টিউবওয়েল) ৬৪৬, ধোপাছড়িতে ১নং ওয়ার্ডে মজিবুল হক খোকা (টিউবওয়েল) ৭৪৬, ২ নং ওয়ার্ডে টিপু দাশ (মোরগ) ২৬৭, ৩নং ওয়ার্ডে নুরুল কবির (তালা) ৩৫০, ৪নং ওয়ার্ডে মো. জয়নাল আবেদীন (মোরগ) ৩২৬, ৫নং ওয়ার্ডে নাসির উদ্দিন (মোরগ) ২২৭, ৬নং ওয়ার্ডে মোজাম্মেল হক (আপেল) ২৮২, ৭নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আশরাফ উদ্দীন ভুইয়া, ৮নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আমানত হোসেন, ৯নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বীতায় করিমুল ইসলাম। হাশিমপুরে ১নং ওয়ার্ডে মো. হেলাল উদ্দিন (ফুটবল) ৮৪২, ২নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ফজলুল করিম আইয়ুব, ৩নং ওয়ার্ডে মো. গোলাম নবী চৌধুরী (মোরগ) ৬০৭, ৪নং ওয়ার্ডে মো. আবদুল মান্নান (তালা) ৪৩০, ৫নং ওয়ার্ডে মো. রহমত উল্লাহ (ফুটবল) ৪০৬, ৬নং ওয়ার্ডে শফিউল আলম (তালা) ৫৬৩, ৭নং ওয়ার্ডে মো. ইদ্রিস মিয়া (তালা) ৩০৮, ৮নং ওয়ার্ডে মো. শামসুল হক (মোরগ) ৪৫০, ৯নং ওয়ার্ডে মো. আলী (ফুটবল) ৭০০, জোয়ারাতে ১নং ওয়ার্ডে আলাউদ্দিন খালেদ (মোরগ) ২৬২, ২নং ওয়ার্ডে রতন কান্তি দে (মোরগ) ২৫২, ৩নং ওয়ার্ডে মো. আবদুল গফফার সুমন (মোরগ) ৪৮৪, ৪নং ওয়ার্ডে মো. আবদুল হাকিম, বিনা প্রতিদ্বন্দ্বীতায়, ৫নং ওয়ার্ডে মো. বদিউল আলম, বিনা প্রতিদ্বন্দ্বীতায়, ৬নং ওয়ার্ডে মোহরম আলী (মোরগ) ২৯১, ৭নং ওয়ার্ডে মো. সেলিম (তালা) ৩৩৩, ৮নং ওয়ার্ডে মো. সরওয়ার উদ্দিন (মোরগ) ৪৯৬, ৯নং ওয়ার্ডে মো. আলমগীর (মোরগ) ৩৭৪, বৈলতলীতে ১নং ওয়ার্ডে সায়েদুল ইসলাম চৌধুরী (ফুটবল) ৭৫১, ২নং ওয়ার্ডে এয়ার মোহাম্মদ (টিউবওয়েল) ৪২৩, ৩নং ওয়ার্ডে মুরাদুর রহমান (ফুটবল) ৬৯৫, ৪নং ওয়ার্ডে মো. জসিম উদ্দিন (তালা) ৪৪৭, ৫নং ওয়ার্ডে আবদুল হাই (ফুটবল) ৬৭৬, ৬নং ওয়ার্ডে আবদুর রহিম চৌধুরী (ফুটবল) ৬৪১, ৭নং ওয়ার্ডে মো. আলী (পাকা) ২৯৭, ৮নং ওয়ার্ডে মো. নিমাজ উদ্দিন (ফুটবল) ৮১৭, ৯নং ওয়ার্ডে মো. মঈনুদ্দিন চৌধুরী মানু (ফুটবল) ৬২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

খবরটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক দেশ বার্তা
Theme Customized By TeqmoBD