1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশ প্রেসক্লাব সাধারণ সভা অনুষ্ঠিত আবারো স্ব-পদে বহাল হলেন চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবু এখনো স্বপদে বহাল। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি ও চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের উপদেষ্টা এ এম মাহবুব চৌধুরী বোয়ালখালীতে সেনা অভিযানে দেশীয় অস্ত্রসহ চার সন্ত্রাসী আটক পটিয়ায় জিরি ইউপি সদস্যা নুর আয়েশা বেগম’র সার্বিক সহযোগিতায় টেকসই সড়ক উন্নয়ন গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তারেক রহমানের ভূমিকা ষড়যন্ত্রকারীদের কাছে ঈর্ষনীয় – এনামুল হক এনাম নোয়াখালীতে ৩য় ব্যাচে প্রশিক্ষণ শুরু ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের বোয়ালখালীতে ১৭ কেজি ওজনের ১২ ফুট দীর্ঘ একটি অজগর উদ্ধার বোয়ালখালীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার কবিতাঃ কেমন করে -সৈয়দা উলফাত

ইফতারের সময় খেঁজুর মুখে দিতে গিয়ে একটা উপলব্ধি হলো।

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৪৬৬ বার পড়া হয়েছে

যে খেঁজুর টা আমি মুখে দিলাম, এই খেঁজুর টা আমি কিনিনি, আমার নিজের বাড়িতেও চাষ করা হয়নি, এমনকি এই দেশের মাটিতেও এটার চাষ হয়নি।
এই খেঁজুর টা সূদুর কোনো দেশ থেকে আমার দেশে এসেছে।
এই খেঁজুর টা যখন গাছে মুকুল অবস্থায় ছিলো, কোনো পোকা এটাকে নষ্ট করেনি,
পাকার পর পাখি হয়তো একই গাছের অন্য একটা খেঁজুর খেয়েছে, অন্য একটা খেঁজুর ঝরে পরে নষ্ট হয়েছে কিন্তু এই খেঁজুর টা হয়নি।
খেঁজুর টা পাকার পর গাছ থেকে পারা হয়েছে, শুকানো হয়েছে, প্যাকেট জাত করা হয়েছে, এরপর হাজার মাইল পারি দিয়ে স্থানীয় বাজারে এসেছে।
এই সময়টাতে এই কাজের সাথে জড়িত থাকা কোনো ব্যক্তি খেঁজুর টা খেয়ে ফেলেনি।
বাজারে আসার পর অনেকেই হয়তো কেনার উদ্দেশ্য নিয়ে গিয়েছে, হাত দিয়ে ছুঁয়ে দেখেছে অথচ কিনেনি।
একটা সুদীর্ঘ পথ অতিক্রম করে খেঁজুর টা আমার প্লেটে এসে উঠেছে।
এর মাঝখানে আমার রিযিকে থাকা খেঁজুর টা অন্য কেউ কেড়ে নেয়নি।

রিযিক!
কি চমৎকার একটা জিনিস,
এই খেঁজুর টা আমার জন্যই আল্লাহ্ বরাদ্দ রেখেছিলেন, আমার জন্যই কোনো এক সূদুর দেশের মাটিতে দিনের পর দিন যত্নে বড় হয়েছে।
সেখান থেকে আমার মুখে তোলার আগ পর্যন্ত কত সুযোগ ছিলো অন্য কারো আমার রিযিক কেড়ে নেয়ার, অথচ কেউ নেয়নি।
ঘুরে ফিরে আমার কাছেই এসেছে।
পুরোটা সময় আল্লাহ্ সুবহানাল্লাহু তা’য়ালা আমার জন্য এটাকে নির্ধারিত করে রেখেছিলেন।

যেটা আপনার জন্য আল্লাহ্ নির্ধারিত করে রেখেছেন সেটা পৃথিবীর যে প্রান্তেই থাকুক, সাত সমুদ্র তেরো নদী পারি দিয়ে হলেও সেটা আপনার কাছে এসে পৌঁছুবে, এটাই রিযিক।
কারো সাধ্য নেই আপনার রিযিক ভোগ করার।
ঠিক এই বিশ্বাসটা মনে মগজে গেঁথে নিতে পারলে দুনিয়াবি অর্ধেক হতাশার সমাধান হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট