ঈদ বসন্ত
মোঃ হোসাইন জাকের
প্রকৃতির শোভা দৃশ্যমান চারপাশ,
মুমিনগণ পালন করছেন রমজান মাস।
মহাগ্রন্থ কুরআন নাযিল হয়েছে এ মাসে,
জীবন আলোকিত হোক তারই পরশে।
দেশে দেশে ছড়িয়ে পড়ুক রোজার শিক্ষা,
যুদ্ধ বিগ্রহ বন্ধ হোক, জ্বলুক শান্তির শিখা।
হিংসাভরা হৃদয় নয় প্রভুর পছন্দ,
এ হৃদয় বাড়িয়ে দেয় মানুষে মানুষে দ্বন্দ্ব।
রোজা হলো ইসলামের তৃতীয় স্তম্ভ,
স্পর্শ করে না মুসলিমের হৃদয়ে কোনো দম্ভ।
ছড়িয়ে যাক সারাবিশ্বে শান্তি আর সম্প্রীতি,
এ ঈদ বসন্তে দূর হোক অনিয়ম-দূর্নীতি।