কেমন করে
সৈয়দা উলফাত
কেমন করে মারছে মানুষ
ইজরায়েলি সুখে,
কেমন করে ট্রিগার টিপে
মুসলমানের বুকে।
জাগ্রত হও, হও আগুয়ান
তরুণ যুবা বিশ্ব,
দিনে দিনে ফেরাউনে
করছে গাজা নিঃস্ব ।
হার মেনো না উপড়ে ফেলো
ইজরায়েলের মাটি,
ফিলিস্তিনের দেশকে সাজাও
ভীষণ পরিপাটি ।।