সেই সব রাত?
শাহীন ফেরদৌসী রুহী সুলতানা
রাজকন্যা নই তো আমি,তবু আমার"মা"ছিল এক দুয়োরাণীর মতো,
খাই বা না খাই সারাটাদিন খেলাধূলা,হৈ-হুল্লোড়,লুটোপুটি কতো।
সুখ বিছানা নাই বা হলো বালিশটাতে যেই রেখেছি মাথা,
ঘুম পরীরা ঘুম পাড়াতো জড়িয়ে নকশীকাঁথা।
সব চিন্তা মায়ের মাথায় আমি ঘুমের দেশে,
ঘোড়ায় চড়ে রাজপ্রাসাদে রাজকন্যার বেশে।
কখনো আবার ফুলের দেশে প্রজাতির সাথে,
পড়ালেখায় চোখ ঢুলুঢুলু,ঘুমিয়ে গেলে ঘুম ভাঙে সেই প্রাতে।
কখনো আবার আকাশ পানে তারার লুকোচুরি
দেখি কখনো,মাছের পিঠে যাচ্ছি পাতাল পুরি।
এখন,সুখ বিছানায় ঘুম চোখে নেই,জাগি নিশীথ রাতি
মিটিমিটি ওই যে দূরে জোনাক জ্বালায় বাতি।
নিঝুম রাতে ঝিঁঝিঁ পোকার শব্দ শুনি,শুনি টমির ডাক
দৈত্যি,দানব মাথার ভিতর ভিড় করে ঝাঁক ঝাঁক।
কোথায় গেলো?সেই সব রাত, স্বপ্ন মধুর তৃপ্তি মাখা ঘুম
সোনালী সেই দিন গুলো খুঁজি, খুঁজি মায়ের মুখের চুম।।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত