বোয়ালখালী প্রতিনিধি :
একুশে পদকপ্রাপ্ত কবিয়াল রমেশ শীলের নাতি বৌ অনু শীল (৫৩) পরলোক গমন করেছেন।
শুক্রবার (১১ এপ্রিল) ভোর ৩টা ৪২ মিনিটের সময় তিনি বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডীর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অনু কবির কনিষ্ঠ ছেলে প্রয়াত পুলিন বিহারী শীলের বড় ছেলে সাবেক পিডিবি কর্মকর্তা অজিত শীলের স্ত্রী।অনু শীল জটিল রোগে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ১ মেয়েসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছে। শুক্রবার পারিবারিক শ্মশানে তাঁকে সমাধিস্থ করা হয়।