নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলা চন্দনাইশ উপজেলার মোহাম্মদ পুর গ্রামে ১ ই এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় কপিতয় ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার তসিবুল হাসান তসিফ সহ অজ্ঞাতনামা ২০/৩০ জনের হামলার শিকার হয় শিমুল সেন (৩৫) নামের এক ব্যক্তি।
ঘঠনার বিস্তারিত জানা যায় যে, ৫ ই আগস্টের পর শিমুল সেনের বড় ভাই বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের বিরুদ্ধে ফেইসবুক পোষ্ট কে কেন্দ্র করে তসিবুল হাসান তসিফ পলাশ সেনের ছবি দিয়ে ফাঁসাতে মরিয়া হয়ে উঠে। পরবর্তিতে পলাশ সেন তসিফের সাথে কথা বললে অর্থের বিনিময়ে সমঝোতা করবে জানায়। সেই অর্থ পলাশ সেন দিতে অপারগতা প্রকাশ করলে তাকে বিভিন্ন হুমকি প্রাণনাশ সহ শত্রুতা জের ধরে এই হামলা ঘঠে।
এই বিষয়ে আহতের বড় ভাই অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম মহোদয়কে অবহিত করলে তিনি ব্যাবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন।
আহত শিমুল সেন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন । তার পরিবারের পক্ষ থেকে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।