জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:
"তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে,যে মানুষকে আল্লাহর দিকে ডাকে,নেক আমল করে,আর বলে নিশ্চয়ই আমি মুসলমানের অন্তর্ভুক্ত"এই পবিত্র বাণীকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ পৌরসভার উদ্যোগে এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
চন্দনাইশ পৌরসভা জামায়াত ইসলামীর আমির মাওলানা কুতুব উদ্দিনের সভাপতিত্বে পবিত্র দরসে কুরআন পেশ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত ইসলামীর শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম,পৌরসভার সেক্রেটারী মাওলানা নাজিম উদ্দিনএবং অফিস ও প্রচার বিভাগের দায়িত্বশীল ইঞ্জিনিয়ার নুরুল কাদের এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলার জামায়াত ইসলামীর আমির এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আইয়ুব আলী,সেক্রেটারী মাওলানা কুতুব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণের সেক্রেটারী মাওলানা আরিফুর রশিদ,উপজেলা জামায়াত নেতা আব্দুল খালেক নিজামী, চন্দনাইশ সদর ছাত্র শিবির সভাপতি মো. হাবিবুল্লাহ ফয়সাল,প্রফেসর আজম খান, জামায়াত নেতা শফিউল আজম,আব্দুল মান্নান,হারুনুর রশিদ,মো.জমির আদনান, মোজাফফর আহমদ,আব্দুর রহিম, ব্যাংকার ইব্রাহিম খলিল ,কমর উদ্দিন সিকদার, কামরুল ইসলাম। উক্ত সম্মেলনে ইসলামী সংগীত পরিচালনা করেন যথাক্রমে,মো.শামীম মো.রাকিব মো.মুশফিকুর রহমান প্রমূখ।
প্রধান বক্তা বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক সংগঠন এবং একটি আদর্শবাদী ইসলামীক দল। এদেশের মানুষের অধিকার,ইনসাফ এবং মানবিক সেবার মধ্য দিয়ে একটি যোগ্যতা সম্পন্ন কর্মী বাহিনী তৈরির মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামী সর্বদা প্রস্তুত।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত