নিজস্ব সংবাদদাতা:
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্যতম আধ্যাত্মিক সাধক, আহলা দরবার শরীফের পীর ও হাদীয়ে জামান হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ (রহঃ)-এর স্মরণে কনফারেন্স অনুষ্ঠিত হবে।
আগামী ১৯ এপ্রিল, শনিবার বিকাল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব সংলগ্ন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বি.এম.এ) অডিটোরিয়ামে আয়োজিত কনফারেন্সটির আয়োজন করেছেন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া। কনফারেন্স পরিচালনা করবেন আহলা দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী, আল-চিশতী (মাদ্দাজিল্লুহুল আলী)।
উক্ত কনফারেন্সে উপস্থিত থাকবেন দেশের বরেণ্য ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তি-বর্গ, যাদের মধ্যে রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান শায়খুল হাদীস কাজী মুহাম্মদ মাঈনুদ্দীন আশরাফী,কো-চেয়ারম্যান ও সাবেক অধ্যক্ষ মুফতী আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক প্রফেসর ড. আব্দুল্লাহ আল মারুফ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী আব্দুল আলীম রিজভী,মোহাম্মদপুর কাদেরীয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতী মুহাম্মদ জসিম উদ্দিন আল-আযহারী,উপাধ্যক্ষ মুফতী আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক,মাওলানা নাজমুল হুসাইন নঈমী,আল্লামা মুফতী মাহমুদুল হাসান,মুফতী মুহাম্মদ মাসউদ রিজভী,কাজী জসিম উদ্দীন নূরী
,এছাড়াও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ এই কনফারেন্সে উপস্থিত থাকবেন।
এই কনফারেন্সে উপস্থিত থেকে আউলিয়ায়ে কেরামের রুহানী ফয়েজ হাসিল করার জন্য সকল ভক্ত, অনুসারী ও ধর্মপ্রাণ মুসলমানদের আন্তরিকভাবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছে আয়োজক সংগঠন।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত