নতুন ইতিহাস লেখা হলোনা প্রোটিয়াদের। শিরোপার খুব কাছে গিয়েও ভারতের কাছে ৭ রানে হেরে গেল দক্ষিণ আফ্রিকা। বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দুই দলই অপরাজিত থেকে জায়গা করে নেয়। এ দিক থেকে আসরের সেরা দুই দলের লড়াই ছিল এটি। মাঠের লড়াইয়েও তা প্রমাণ করেছে দু'দল। দুই সেরার লড়াইয়ে জয়ী ভারত। নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের উল্লাসে মাতে রোহিত শর্মার দল। এতে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। আর ১১ বছর পর জিতল আইসিসির বৈশ্বিক আসরের ট্রফি। এর আগে ঘরের মাঠে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। কিছুটা হলেও সেই হারের কষ্ট লাঘব হয়েছে ভারতীয়দের। ম্যাচসেরা বিরাট কোহলি ফাইনালেের মধ্যে দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন। সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন জনপ্রিত বুমরাহ। (ছবি : সংগৃহীত)
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত