সিদ্ধিরগঞ্জে ৮নং ওয়ার্ড সৈয়দপাড়া জলিল পাগলা মাঠ এলাকা থেকে মো:খায়রুল ইসলাম আবির(১৪) নামে একটি ছেলে নিখোঁজ হয়েছে।
সে গতকাল শুক্রবার জুম্মার নামাজ পড়ার জন্য তার নিজ এলাকার সৈয়দপাড়া জামে মসজিদে নামাজ পড়তে গেলে নামাজ শেষে আর বাড়ী ফিরেনি।
তার পরনে ছিল কালো রঙের পাঞ্জাবি চোখে চশমা,মাতায় টুপি,গায়ের রং ফর্সা, বয়স ১৪ বছর উচ্চতা ৫ ফিট। আবির সৈয়দ পাড়া হাজী বিল্লাহ হোসেনের ছেলে, সে ঢাকা যাত্রাবাড়ী তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।
তাকে আশেপাশে ও পরিচিত আত্মীয় স্বজনদের সকল জায়গায় খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় উপরের দেওয়া ছবিটি দেখে কোন হৃদয়বান মানুষ যদি ছেলেটিকে দেখে থাকেন বা চিনে থাকেন তাহলে নীচে বর্ণিত এ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেলো।
০১৭১২-২২-৩৩-৫৪ হাজী বিল্লাহ হোসেন ( তার পিতা)
০১৬৮৬-৬৪-৫৯-৩৫ সোহেল ভুইঁয়া,
হাজী মোঃ নবী হোসেন (স্বপন) ০১৯০৮৫২৪৭৪৪, মোহাম্মদ গাজী সেলিম ০১৮১৯১২৭৮১২
সিদ্ধিরগঞ্জ থানা জিডি নম্বর ৭৭৮
যদি কেউ সন্ধান পান। তাহলে উপরে উল্লেখিত ঠিকানা ও মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত