অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃ
গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা ১ম ও ২য় পর্যায়)কর্মসূচীর আওতায়-২০২৪-২০২৫ অর্থবছরে বাংলাদেশ সরকারের দূর্যোগ অধিদপ্তর,উপজেলা দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান মন্ত্রালয় পটিয়া উপজেলা কার্যালয়ের বাস্তবায়নে জিরি সাঁইদার সড়ক সংস্কার নামক একটি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে চার লক্ষ টাকা ব্যয়ে দৈর্ঘ্য ২১৪ ফুট প্রস্হ ৯ ফুট সড়কের আর সি সি ডালাই দ্বারা উন্নয়ন সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।
এ প্রকল্পটির অধীনে বিগত সময়ে জিরি-মালিয়ারা প্রধান সড়ক থেকে সংস্কার কাজ শুরু হয়ে সড়কটির ১ম পর্যায় জিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্য্যন্ত আল সি সি দ্বারা ডালাই কাজ সম্পন্ন হয়েছিল।এরপর দীর্ঘসময় এ প্রকল্পের সড়কটির বাকী অন্য অংশের সংস্কার কাজ বরাদ্দ না হওয়ায় উন্নয়ন কাজ ঝিমিয়ে পড়ে।
এই সড়কটি জনবহুল এলাকা জিরি ইউনিয়ন এলাকার ৪নং ওয়ার্ড ও ৫নং ওয়ার্ড এলাকার জনগনের যাতায়াতের অতীব গুরুত্বপূর্ণ।
সম্প্রীতি সময়ে এ প্রকল্পের অধীন সড়কটির বাকী অন্য অংশের সংস্কার কাজ এগিয়ে নেওয়ার লক্ষ্যে সংলিষ্ট দপ্তরে দৌঁড় ঝাপ শুরু করে জনগনের পথ চলাচলের যোগাযোগ ব্যবস্হা সুগমে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা এগিয়ে আসেন ৭নং জিরি ইউপির জনন্দিত সুযোগ্য ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা জনাবা নুর আয়েশা বেগম।
এ প্রকল্পের অধীন সড়কটির ২য় পর্যায় জিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় তোড়ন থেকে শুরু হয়ে দৈর্ঘ্য ২১৪ ফুট প্রস্হ ৯ ফুট আর সি সি দ্বারা ডালাই কাজ সম্পন্ন হয়েছে মর্মে সরেজমিন দেখা যায়।
উল্লেখ্য জিরি সাঁইদার সড়ক সংস্কার নামক এ প্রকল্পের অধীন সড়কটির আরো অনেক সংস্কার কাজ অসম্পূর্ণ রয়েছে।এ ব্যাপারে ইউপির সংরক্ষিত মহিলা সদস্যা নুর আয়োশা বেগমের সাথে কথা হলে বলেন,পরিকল্পনা বিহীন উন্নয়নের কারনে বর্ষা মৌসুম বন্যা-বৃষ্টিপাতে সড়কের উন্নয়ন খাতে দেশের আর্থিক ক্ষতিগ্রস্হ হয়।এদিক থেকে সাশ্রয়ে টেকসই উন্নয়ন করতে হলে আর সি সি দ্বারা ডালাইয়ের কোন বিকল্প নেই।সংলিষ্ট কর্তৃপক্ষ এবং উপজেলা প্রসাসনের সহযোগিতায় সরকারি ছোট ছোট বরাদ্দ আদায়ের মাধ্যমে ধারাবাহিক ভাবে এই প্রকল্পের অন্য অংশের কাজ এগিয়ে নিতে চাই,আমার দীর্ঘস্হায়ী পরিকল্পনা এলাকার এসব কাজ টেকসই উন্নয়ন করা,এভাবে আরো অনেক কথা বলেন তিনি।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত