অরুন নাথ,পটিয়া(প্রতিনিধি):
চটগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন ৪নং ওয়ার্ড পশ্চিম জিরি (শীলপাড়া)গ্রামের বাসিন্দা পরিমল শীল(৫৭) নিখোঁজ হয়েছে।
এ ব্যাপারে তার সহ-ধর্মীনি ঝিনু শীল(৫০) এর দায়ের করা পটিয়া থানার জিডি নং-১০৩০/২০২৪ সূত্র জানা যায় সে গত ১১ই নভেম্বর (বুধবার) দুপুর অনুমান ২.০০ টায় দূর্গা পূজায় ঘুরতে যাবে বলে বাড়ী থেকে সে বাহির হয়ে যথাসময়ে ঘরে ফিরে না আসায় তার নিজ ব্যবহৃত মোবাইলে বার বার যোগাযোগ করতে চাইলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়।এরপর নিকটতম আত্মীয় স্বজন ও সম্ভ্যাব্য জায়গায় খোঁজাখুজি করার পরও এখনও তাকে পাওয়া যায়নি এবং বাড়ীতে ফিরে আসেনি মর্মে গনিষ্ট পারিবারিক সূত্র জানা যায়।
তার পড়নে ছিল প্রিন্টের কালো রঙের হাফ শার্ট ও কালো রঙের পুলপ্যান্ট,গায়ের রঙ উজ্বল শ্যামলা,মুখমন্ডল গোলাকার,মাথার চুল কালো,বাম হাতে সোনালী রঙের ঘড়ি ছিল, চটগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে সে।উচ্চতা প্রায় ৫ ফিট ২ ইঞ্চি।
এখনও তাকে আশেপাশে ও পরিচিত আত্মীয় স্বজনদের সকল জায়গায় খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় উপরের দেওয়া ছবিটি দেখে কোন হৃদয়বান মানুষ যদি মানুষ্টিকে দেখে থাকেন বা কোন সন্ধান পেয়ে থাকেন তাহলে নীচে বর্ণিত তার সহধর্মীনি ঝিনু শীল এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা জন্য বিনীত আহব্বান জানান।
তার সহধর্মীনি ঝিনু শীল এর মোবাইল নাম্বার-০১৭৫৯-৯৬২৪৮৭,০১৮২৯-৯৬৪৬৫২।
যদি কেউ সন্ধান পান। তাহলে উপরে উল্লেখিত ঠিকানা ও মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত