বোয়ালখালী প্রতিনিধি :
দরবার-এ গাউছে হাওলার পীরজাদা সৈয়দ মাহবুব উল্লাহ আকবরী আর নেই।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) পৌনে ৪টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পীরজাদা সৈয়দ মাহবুব উল্লাহ আকবরী চট্টগ্রামের বোয়ালখালী দরবার-এ গাউছে হাওলার অন্যতম সাধক ও প্রাণপুরুষ হযরত শাহসুফি মাওলানা সৈয়দ আব্দুল কুদ্দুছ হাওলাপুরী (রহ.) এর পঞ্চম শাহজাদা।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ পুত্র, ৪ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তবে স্ত্রী ও বড় পুত্র সৈয়দ মুহাম্মদ ফরহাদ আকবরী তাঁর আগে ইন্তেকাল করেন।
শুক্রবার জুমার নামাজের পর দরবার-এ গাউছে হাওলা শাহী ময়দানে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে বলে জানান পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুছ আকবরী।
তাঁর মৃত্যুতে দরবার-এ গাউছে হাওলার পীর-গদিনশিন পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুছ আকবরী, ৬নং পোপাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম জসিম উদ্দীন, আহলা দরবার শরীফের শাহজাদা মুফতি সৈয়দ মুহাম্মদ মাঈনুল ইসলাম জুনায়েদ সহ ইউপি সদস্য মুহাম্মদ মামুন গভীর শোক প্রকাশ করেছেন।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত