বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি রাত্রীকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) রাত ৮টায় উপজেলা কধুরখীল ইমাম নগর নাজীর দিঘীর পাড়ে ইমাম নগর শহীদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত এ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে আলী আহমদ টেণ্ডল ফুটবল একাদশ বনাম ইমাম নগর রয়েল ফুটবল একাদশ।
নির্ধারিত সময়ে গোল না হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়। এতে ইমাম নগর রয়েল ফুটবল একাদশকে পরাজিত করে আলী আহমদ টেণ্ডল ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো.মঞ্জুর স্যার।
খেলা শেষে এ পি পি এডভোকেট এসকান্দর সোহেলের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক চৌধুরী রিটুর সঞ্চালনায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ। প্রধান বক্তা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক চেয়ারম্যান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শওকত আলম, পৌর বিএনপির আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডা.মহসিন খান তরুণ, মহানগর বিএনপির নেতা জাফর আহমদ, মো. আশরাফুল আলম, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোহাম্মদ জাহেদ, ছাত্রদল নেতা আসিফ চৌধুরী লিমন, উপজেলা বিএনপি নেতা আবুল হাশেম, মজিবত উল্লাহ মজু, জেলা যুবদল নেতা আবু আক্তার, মো. আবছার, মো. জসিম উদ্দিন, মো.আনোয়ার, মো. সিরাজ, সিরাজ উদ্দিন, শাহিদুল আলম মামুন গাজী মোহাম্মদ বখতিয়ার প্রমুখ।