1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশ প্রেসক্লাব সাধারণ সভা অনুষ্ঠিত আবারো স্ব-পদে বহাল হলেন চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবু এখনো স্বপদে বহাল। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি ও চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের উপদেষ্টা এ এম মাহবুব চৌধুরী বোয়ালখালীতে সেনা অভিযানে দেশীয় অস্ত্রসহ চার সন্ত্রাসী আটক পটিয়ায় জিরি ইউপি সদস্যা নুর আয়েশা বেগম’র সার্বিক সহযোগিতায় টেকসই সড়ক উন্নয়ন গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তারেক রহমানের ভূমিকা ষড়যন্ত্রকারীদের কাছে ঈর্ষনীয় – এনামুল হক এনাম নোয়াখালীতে ৩য় ব্যাচে প্রশিক্ষণ শুরু ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের বোয়ালখালীতে ১৭ কেজি ওজনের ১২ ফুট দীর্ঘ একটি অজগর উদ্ধার বোয়ালখালীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার কবিতাঃ কেমন করে -সৈয়দা উলফাত

বোয়ালখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ছেলেকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর

  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে এক প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের মারধরে প্রবাসীর ছেলে গুরুতর আহত হয়েছেন। ডাকাত দল ঘরে রক্ষিত নগদ টাকা ও স্বর্ণের গয়না লুটে নিয়ে গেছে।

গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানুনগোপাড়া গ্রামের প্রবাসী দিবাকর বলের ঘরে এ ঘটনা ঘটেছে।

আহত অর্পণ বলকে (২৪) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিবাকরের স্ত্রী পলি বল বলেন, রাত ২টার দিকে ডাকাতরা ঘরে ঢুকে আমাকে ও আমার ছেলে অর্পণকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে হাত পা বেঁধে ফেলে। এসময় আমার ছেলেকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করেছে। লোহার রডের আঘাতে অর্পণের মাথায় গুরুতর জখম হয়েছে। ডাকাত দলে ৭-৮ জন সদস্য ছিলো। তাদের মুখে মাস্ক ছিলো, সকলের বয়স ২৫-২৭ বছরের মধ্যে। ডাকতরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলছে।

তিনি বলেন, ডাকাতরা আমাদের একটি কক্ষে আটকে রেখে অন্যান্য কক্ষগুলো প্রায় এক ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে সমস্ত জিনিসপত্র পত্র এলোমেলো করে ফেলেছে। ঘরে রক্ষিত নগদ সড়ে ৩ লাখ টাকা, আমার পরনের ও আলমিরা রাখা ৭ ভরি স্বর্ণের গয়না এবং তিনটি মোবাইল সেট লুটে নিয়ে গেছে।

পলি জানান, নিজের দোকানের মালামাল ক্রয়ের জন্য আজ বুধবার (২৩ এপ্রিল) ঢাকায় যাওয়ার কথা ছিলো। সেই জন্য  ব্যাংক থেকে তিন লাখ টাকা মঙ্গলবার উত্তোলন করেছিলাম।

স্থানীয়রা জানান, দিবাকর বল প্রবাসে থাকেন। ঘরে তার স্ত্রী পলি বল ও ছেলে অপর্ণ বল থাকে। কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের সামনে একটি কাপড়ের দোকান রয়েছে। সেটি পলি বল পরিচালনা করেন।

আহত অর্পণের মামা দেবাশীষ বলেন, ভোরে স্থানীয়দের সহায়তায় অপর্ণকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছিল। সেখানে তার মাথায় ১১টি সেলাই দেওয়া হয়েছিল। এরপর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করেন। চমেক হাসপাতালের চিকিৎসকে পরামর্শ অনুযায়ী সিটি স্ক্যান করলে অর্পণের মাথায় রক্ত জমাট বাঁধার বিষয়টি নিশ্চিত হওয়ায় অপারেশন করাতে হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন বলেন, ভোর ৫টার দিকে মাথায় গুরুতর জখম নিয়ে আসা অর্পন বলকে চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

দুপুর ১২টার দিকে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট