বোয়ালখালী প্রতিনিধি :
আইনশৃঙ্খলা বিনস্ট করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করায় থানায় সাধারণ ডায়েরি করেছেন বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তিনি বোয়ালখালী থানায় এ ডায়েরি করেছেন। এসএম মোদ্দাচ্ছের বলেন, গত ২৫ ফেব্রুয়ারি থেকে কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও মিথ্যা তথ্য পরিবেশন করে অপপ্রচার চালাচ্ছে। একযোগে বেশ কয়েকটি পরিচয় বিহীন ফেসবুক “বিপ্লবী মুসাফির” “ইমাম নগর জামায়াত ইসলামি” “চট্টগ্রাম নিউজ” “মির্জা কাদের সাহেব” সহ একাধিক আইডিতে অপ্রীতিকর লেখালেখি, পোষ্ট ও শেয়ার করে আমার এবং আমার সহকর্মীদের অপূরনীয় ক্ষতিসাধন করছে। যা মিথ্যা অপবাদ ও হুমকি মূলক হওয়ায় নিরাপত্তার স্বার্থে বোয়ালখালী থানা সাধারণ ডায়েরি করে রেখেছি।
এবিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে অতিদ্রুত সময়ে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে।
এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে জানিয়ে বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।