প্রেস বিজ্ঞপ্তিঃ
ঈদের খুশী ছড়িয়ে পড়ুক সবার মাঝে এই স্লোগানে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৩ টায় নগরীর চট্টগ্রাম মেধাবিকাশ স্কুল প্রাঙ্গণে দুটো এতিমখানার শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোষাক জোব্বা, পাঞ্জাবী, জায়নামাজ, গেঞ্জি, টুপি বিতরণ করা হয়।
উক্ত উপহার প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এর রেজিস্ট্রার মোঃ ইফতেখার মনির, সরকারি সিটি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, কলামিস্ট ও লেখক নেছার আহমদ খান, শিক্ষক আরশাদ সিদ্দিকী। এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় সদস্য সাফায়েত রায়হান শিহাব, শাখা স্বেচ্ছাসেবী খানম হাবিব মিসবা, মোঃ আমজাদ, রিদুয়ান কাদেরি, ইরফান আজাদ, মোঃ শাওয়াল, রিমন প্রমুখ।
সাফায়েত শিহাব বলেন, দেশব্যাপী শাখা সমূহে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও সেহরি ইভেন্ট, নওমুসলিম পরিবারে সহায়তা, মক্তব, স্বাবলম্বী প্রজেক্ট, ঈদ উপহার সহ নানান মানবিক কর্মসূচী পালন করছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত