1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশ প্রেসক্লাব সাধারণ সভা অনুষ্ঠিত আবারো স্ব-পদে বহাল হলেন চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবু এখনো স্বপদে বহাল। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি ও চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের উপদেষ্টা এ এম মাহবুব চৌধুরী বোয়ালখালীতে সেনা অভিযানে দেশীয় অস্ত্রসহ চার সন্ত্রাসী আটক পটিয়ায় জিরি ইউপি সদস্যা নুর আয়েশা বেগম’র সার্বিক সহযোগিতায় টেকসই সড়ক উন্নয়ন গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তারেক রহমানের ভূমিকা ষড়যন্ত্রকারীদের কাছে ঈর্ষনীয় – এনামুল হক এনাম নোয়াখালীতে ৩য় ব্যাচে প্রশিক্ষণ শুরু ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের বোয়ালখালীতে ১৭ কেজি ওজনের ১২ ফুট দীর্ঘ একটি অজগর উদ্ধার বোয়ালখালীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার কবিতাঃ কেমন করে -সৈয়দা উলফাত

হাছান মাহমুদ ও তার মেয়েসহ ৮৩ জনের বিরুদ্ধে তিনটি মামলা

  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামে এবার সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ, তার মেয়ে সাকিলা জুমাইদা মাহমুদ ও তার ভাই এরশাদ মাহমুদসহ ৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪২ জনের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।

তিনটি মামলার মধ্যে দুইটিতে ড. হাছান মাহমুদকে প্রধান আসামি করা হয়। একটি মামলায় তার মেয়ে সাকিলা জুমাইদা মাহমুদ প্রধান আসামি। অপর মামলায় ড. হাছান মাহমুদের ভাই এরশাদ মাহমুদ ২নং আসামি।

আজ বুধবার (২৮ আগস্ট) চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে রাঙ্গুনিয়ার স্থানীয় ৩ ব্যক্তি পৃথক পৃথকভাবে এই মামলাগুলো দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পেশকার জয়নাল আবেদীন।

রাঙ্গুনিয়ার প্রবাসী মোঃ হারুন রশীদ প্রকাশ মোঃ হারুনর রশীদ বাদী হয়ে করা মামলায় ড. হাছান মাহমুদের মেয়ে সাকিলা জুমাইদা মাহমুদসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করা হয়। মামলাটিতে আসামিদের বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক জায়গা জমি রেজিষ্ট্রি করিয়ে নেওয়ার অভিযোগ করা হয়।

এই মামলায় সংশ্লিষ্ট থানাকে থানা মামলা হিসাবে গ্রহণ আদেশ দেয় আদালত। রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনার এলাকার বাসিন্দা মোঃ ওসমান বাদী হয়ে করা মামলায় ড. হাছান মাহমুদসহ ৩২ উল্লেখ করে ১২ জন অজ্ঞাতনামা আসামি করা হয়।

এই মামলায় আসামিদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করা হয়। মামলার বিষয়টি রাঙ্গুনিয়া থানাকে তদন্তের নির্দেশ দেয় আদালত।

রাঙ্গুনিয়া স্থানীয় বাসিন্দার কামাল উদ্দিন নামে এক ব্যক্তি বাদী হয়ে করা মামলায় ড. হাছান মাহমুদকে প্রধান আসামি এবং তার ভাই এরশাদ মাহমুদকে ২য় আসামি করে ৪২ জনের নাম উল্লেখ করা হয়। এই মামলায় কোন অজ্ঞাত নামা আসামি করা হয়নি। আসামিদের বিরুদ্ধে মামলার বাদীকে মারধর করে গুরুতর আঘাতের অভিযোগ আনা হয়।

ড. মঈন উদ্দিন আহমদ এডভোকেট নামে বাদী পক্ষের এক আইনজীবী বলেন, যে সরকার থাকুক না কেন? সবাই যেন আইনের আশ্রয় পাওয়ার সমান অধিকার পায়। মামলা বাদী এক সময় এই ঘটনার বিচার জন্য মামলা করতে পারেননি।

আজ দেশের একটি ভালো পরিবেশ সৃষ্টি হওয়াতে আসামিদের বিরুদ্ধে মামলা করেছে। আশা করি বাদী পক্ষ ন্যায় বিচার পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট