ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, চট্টগ্রাম ব্যুরো চীফ:: মানুষ মরণশীল কিন্তু কিছু মৃত্যু চীর স্মরণীয় হয়ে থাকে পরিবার সমাজের মানুষের অন্তরে, যা ভুলে যাওয়া সম্ভব হয়না ৷ তিন বছর বয়স থেকে পেঠের ব্যাথা হত একটু একটু ৷ ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ খেয়ে ভাল হয়ে যেত ৷ এরকম চলমা ছয় বছর পর্যন্ত চলমান ৷ সাত বছর বয়সে এসে ব্যথার পরিমাণ অসহ্য হলে ডাক্তারি টেস্টে ধরা পড়ে লিভার ক্যান্সার ৷ পাঁচ মাস চিকিৎসা করার পর আজ সিরাজগঞ্জ ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যা ৭ ঘটিকার সময় চির নিদ্রায় শায়িত হল কাসফিয়া হায়দার রুপসী(৭) ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিওন ৷
মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহি সিকদার পরিবারের গোলাম হায়দারের নাতি কামরুল হায়দার বাচ্চু ও কলি কুলের ১ম সন্তান ৷ এই শিশু সন্তনের মৃত্যুতে নিজ পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷