মিজানুর রহমান দাকোপ খুলনা।
খুলনার দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্রনাথ মন্ডলের পিতা সুভাষ চন্দ্র মন্ডল (৭০) ষ্টোক জনিত রোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাত সাড়ে ৮ টায় কৈলাশগঞ্জের নিজ বাড়ীতে মৃত্যুবরন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ পুত্র ৪ কন্যাসহ অসংখ্য আতœীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। প্রেস ক্লাবের সভাপতির পিতার আত্বার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংগঠন NPS এর খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর মিজানুর রহমান। দাকোপ উপজেলা কমিটির সন্মানিত সভাপতি নাসির উদ্দীন শেখ, দেবাশীষ বাইন, তবিয়াজ সরকার, সাধারণ সম্পাদক আগস্টিন বাছাড়, সাংগঠনিক সম্পাদক পাপ্পু সাহা, তুহিন রহমান, ইব্রাহীম ব্যাপারী, মিজানুর রহমান ফরাজি, তপন সরকার, মহিলা সম্পাদিকা মোসাঃ লুৎফা ব্যাপারী, অনিক চক্রবর্তী, বিদেহী আত্মার শান্তি কামনা করেন কমিটির সদস্যবৃন্দ।