মোহাম্মদ বাবু চৌধুরী – দক্ষিণ জেলা প্রতিবেদক।
১০/০১/২০২১ ইং, রবিবার সন্ধ্যায় পটিয়া রেনাসা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে শিখতে আাসা হাইদ গাঁও ইউনিয়ন এর মোহাম্মদ জাহিদ নামে একটি ছেলে কম্পিউটার প্রশিক্ষণের শেষে ডাক বাংলো মোড়স্থ পটিয়া উপজেলা লাইব্রেরী’র পাশ্ববর্তী নির্জন স্থানে ফোনে কথা বল্লে আগে থেকে উদ পেতে থাকা চিহ্নিত কিশোর গ্যাং জাহাঙ্গীর নামে বকাটে ছেলে ও তাহার সহযোগী ২/১ জন ছেলে সহ জাহিদ কে অতর্কিত ভাবে হামলা করে মোবাইল চিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে জাহিদ মোবাইল না দিতে চাইলে কিশোর গ্যাং ছেলেরা তাকে খিল, ঘুষি মারতে থাকে এমনকি পরনের শার্ট সহ টেনে হেঁচড়ে চিড়ে ফেলে মোবাইল চিনিয়ে নিয়ে যায়। যার বর্তমান বাজার মূল্য ১৭,০০০ (সতের হাজার টাকা)। এই বিষয়ে রবিবার সন্ধ্যায় জাহিদ বাদি হয়ে নিকটস্থ পটিয়া থানায় একটা অভিযোগ দায়ের করেন।