চন্দনাইশ প্রতিনিধি ,জাহাঙ্গীর আলম চৌধুরী:-
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নৌকার বৈঠা চিনিয়ে আনলেন বর্তমান মেয়র মাহবুবুল আলম খোকা,গতকাল 13 ই জানুয়ারি কেন্দ্রীয় আ’লীগের নির্বাচনী প্রার্থী সভায় তার নাম আশায় আ’লীগের নেতাকর্মীদের মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। অনেক বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করতে দেখা যায়।আসন্ন চন্দনাইশ পৌরসভা নির্বাচনে নৌকার বৈঠা পেয়ে দ্বিতীয়বারের মত মেয়র পদে নির্বাচন করতে যাচ্ছেন বর্তমান মেয়র মাহবুবুল আলম খোকা। নৌকা প্রতীক পেতে ৭ জন আ’লীগ নেতা মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করে জমা করেছিলেন। অবশেষে নৌকা প্রতীক নিয়ে আ’লীগের প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মত চন্দনাইশ পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছেন বর্তমান মেয়র মাহবুবুল আলম খোকা তিনি ছাত্রজীবনে দক্ষিণ জেলা ছাত্রলীগের ১৯৮২ থেকে ৮৬ পর্যন্ত সাধারণ সম্পাদক উপজেলা আ’লীগের১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত যুগ্মসাধারণ সম্পাদক ও বর্তমানে উপজেলা আ’লীগের সদস্য হিসেবে দায়িত্ব রয়েছেন। তিনি বলেন বঙ্গবন্ধু আদর্শকে ধারণ করে ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছি। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ আ’লীগতাকে গতবার পৌর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করে সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ডের পাশাপাশি জনগণের পাশে থাকার চেষ্টা করেছেন। পুনরায় তাকে এবারও বাংলাদেশ আ’লীগ নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ দেয়ায় বর্তমান প্রধানমন্ত্রী, বাংলাদেশ আ’লীগের সভানেত্রী, শেখ হাসিনা সহ কেন্দ্রীয় আ’লীগ চট্টগ্রাম -১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী সহ আওয়ামী পরিবারের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। এ সংবাদ চন্দনাইশ আ’লীগের নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়লে তাদের মাঝে স্বস্তি ফিরে আসে। তফসিল ঘোষণার ৫ দিন পর অবশেষে একক প্রার্থী ঘোষণা হাওয়ায় আজ থেকে মাঠে আসছেন চন্দনাইশ পৌর নির্বাচনে আ’লীগের প্রার্থী মাহবুবুল আলম খোকা,এ ব্যাপারে দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, উপজেলা আ’লীগের কার্যকরী পরিষদের সিদ্ধান্তের আলোকে সম্মিলিত ভাবে কেন্দ্রীয় নীতিমালার আলোকে মাহবুবুল আলম খোকাকে একক প্রার্থী ঘোষণা করা হয়। তিনি আ’লীগের একক প্রার্থী হিসেবে চন্দনাইশ পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন, তিনি আশা প্রকাশ করেন চন্দনাইশ বর্তমান রাজনীতির পেক্ষাপটে আ’লীগের প্রার্থী পৌর নির্বাচনে জয়লাভ করবে ইনশাআল্লাহ এ ব্যাপারে আ’লীগ সমর্থিত প্রার্থী শেখ টিপু চৌধুরী বলেছেন সভার সিদ্ধান্তের আলোকে মাহবুবুল আলম খোকাকে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে, আ’লীগের মনোনীত প্রার্থী আমি তার পক্ষে কাজ করে যাবেন বলে জানান।