গত ১৫ ও ১৬ জানুয়ারী ২০২১ ইংরেজি বার্ষিক আনন্দ ভ্রমন ও মিলনমেলা পর্যটন কেন্দ্র সেন্টমার্টিন ও ছেড়াদ্বীপে অনুষ্ঠিত হয়।উক্ত মিলনমেলায় ব্যাচের সহপাঠীদের মধ্যে অংশগ্রহণ করেন ট্যুর কমিটির আহবায়ক পিপন বড়ুয়া, মঈন উদ্দীন চৌধুরী, রনি বড়ুয়া, সন্দিপন বড়ুয়া, জনি বড়ুয়া,ইমন বড়ুয়া, তিমির বড়ুয়া, জনি বড়ুয়া, শান্তনু বড়ুয়া, ইমন বড়ুয়া, অন্তু আচায্য, শান্তনু বড়ুয়া, রাসেল বড়ুয়া, কামাল উদ্দিন, টগর বড়ুয়া প্রমুখ, এতে আনন্দ ভ্রমনের অংশবিশেষ সমুদ্র বিলাস, বীচের সৌন্দর্য উপভোগ, দর্শনীয় স্হানসমুহ পরিদর্শন এবং ব্যাচের ধারাবাহিক কর্মকান্ডগুলো পর্যালোচনা এবং ব্যাচের সার্বিক কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি ২০০৫ ব্যাচকে একটি মডেল ও অনুকরনীয় ব্যাচে রূপদানের লক্ষ্যে বেশকিছু যুগোপযোগি পরিকল্পনা গৃহীত হয়, সর্বশেষ
অংশগ্রহণকারী সকল সহপাঠী পারস্পরিক শুভেচ্ছা বিনিময়েয় মধ্যে দিয়ে ভ্রমন সম্পন্ন হয়।