এম এ সালাম বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মতলিবের চাচাতো ভাই মোঃ আব্দুস শহিদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৩ জানুয়ারী শনিবার ইংল্যান্ডের লুটন শহরের একটি হাসপাতালে ইংল্যান্ড সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ইন্তেকাল করিয়াছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স ছিলো ৫৫ বছর। তিনি ২ ছেলে ৩ মেয়ে স্ত্রী ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে চলে যান।
মরহুমের গ্রামের বাড়ী কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের রঙ্গীরকুলে মৃত্যুর সংবাদ পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার ভাতিজা লন্ডন প্রবাসী ৪নং জয়চন্ডী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফুর রহমান পারভেজ।