মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ ব্যুরো চীফ
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরফভাটা নেছারিয়া তৈয়বীয়া সুন্নীয়া হিফজখানার শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার বাদে জুমা হিফজখানা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন সরফভাটা নেছারী তৈয়বীয়া সুন্নীয়া অনার্স মাদরাসার অধ্যক্ষ, পরিচালক ও দরবারের সাজ্জাদানাশীন পীরে তরিকত মুফতি মাওলানা নাছির উদ্দীন কাদেরী।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদরাসা পরিচালনা পরিষদের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আলী শাহ,সাধারণ সম্পাদক সাইদুল রহমান তালুকদার, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি আলহাজ্ব মাওলানা আলী শাহ নেছারী,যুগ্ম সম্পাদক মাস্টার নজরুল ইসলাম, নেজারী সমাজের সর্দার ইউসুফ নবী,শাহেবজাদা নাছের উদ্দীন নেছারী, সরফভাটা ইমাম আজম কেজি স্কুলের পরিচালক নুরুল আবছার, ইন্জিনিয়ার তসলিম, সার্ভিয়ার মুহাম্মদ হাসান, মাস্টার রফিকুল ইসলাম, কাজী নাজিম রেজা, মুক্তিযোদ্ধা আবদুল গনি শফি, পোমরা গাউছিয়া যুব সমিতির সহ সভাপতি ফারুক শাহ, শাকুর,আমান উল্লাহ সওদাগর, ইউসুফ সওদাগর,
সরফভাটা যুবসেনার সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলামসহ স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ।
হিফজখানা ও মাদরাসার জন্য দেশ ও প্রবাসীদের মধ্যে যারা শারিরীক, মানষিক ও আর্থিক সহযোগিতা প্রদান করেন তাদের সকলের জন্য বিশেষ মোনাজাত করেন মাওলানা নাছির উদ্দীন কাদেরী।