বসন্ত মানে শীত-গরমের আবহের সুরে মিষ্টি মধুর মেলা, চুয়েট মানে শীতল স্নেvহে উষ্ণতার স্পর্শে উপভোগ্য বেলা। বসন্ত মানে নব পাতার প্রকৃতি, ফুরফুরে রোদের হাসি, চুয়েট মানে সবুজ বুকে বিলানো প্রকৃতির সুরেলা বাঁশি।
বসন্ত মানে আমের মুকুলের সতেজ সোঁদা গন্ধ
চুয়েট মানে সারি সারি আম্র শাখে মুকুটের ছন্দ।
বসন্ত মানে শিমুল-কৃষ্ণচুড়োর শিয়রে নতুন শোভা
চুয়েট মানে চারপাশে ফুটে থাকা রাশি রাশি আভা।
বসন্ত মানে ফুলের বাহার নতুন দিনের আহবান
চুয়েট মানে ফুলেল ক্যাম্পাসে অপরূপা গান।
বসন্ত মানে লাল-হলুদের ঝলকে চোখ জুড়ানোর দিন। চুয়েট মানে ঋতুরাজ বসন্তের বাসর বিছানো সুন্দর দিন। বসন্ত মানে কোকিলের কুহু পাখির মায়াবী কলতান, চুয়েট মানে পাখিডাকা প্রতিবেশের অনন্য অকৃত্রিম টান। চুয়েট মানে বসন্তের সব রূপ-রসের যুগলা জয়গান। চুয়েট মানে আপন বাড়িতে থাকা এক চিরবসন্তের নাম