ওসমান সরওয়ার : উম্মুল মাদারিস খ্যাত চট্টগ্রামের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম কামিল (এমএ) মাদ্রাসায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস প্রতিষ্ঠানের মুফাচ্ছির মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসানের সঞ্চালনায় অধ্যক্ষ মুহাম্মদ মুহসিন ভুঁইয়ার সভাপতিত্বে মাদরাসার সেমিনার হলে অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন ছাত্র সংসদের জিএস মুহাম্মাদ তানবীর ও দেশত্ববোধক গান পরিবেশন করেন মিজবাউর রহমান । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক ও দারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুস্ সালম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার গভর্নিং বডির সদস্য ড.ফয়সাল কামাল চৌধুরী ও মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুল আলম ছিদ্দিকী, বক্তব্য রাখেন মাদ্রাসার ছাত্র সংসদের ভিপি ও ছাত্র প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, ভাষা শহীদদের মাগফিরাত কামনায় মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা আহমদুর রহমান নদভী,অনুষ্ঠানে অত্র মাদ্রাসার শিক্ষকমণ্ডলী, ছাত্র জুনাইদ, নুরুন্নবীসহ সকল ছাত্র ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্যে প্রধান অতিথি বলেন, “পৃথিবীতে একমাত্র বঙ্গালী জাতি ছাড়া আর কোন জাতি নিজ ভাষার জন্য নিজের জীবন ও রক্ত উৎসর্গ করেননি তাই বিশ্ববাসী এই দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সর্বোচ্চ সম্মানের সহিত পালন করছে।”