এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা-প্রতিনিধি.
পটুয়াখালীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জেলা শাখার পক্ষ থেকে সম্প্রতি কোম্পানিগন্জে উদীয়মান সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যা ও বাউফলে সাংবাদিক হারুন অর-রশিদ খাঁনের উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
(বি,এম,এস,এফ) এর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আবু জাফর ভাইয়ের নির্দেশে মঙ্গলবার বেলা ১২ টার সময় জেলা কার্যালয় সবুজবাগ মোড়ে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যাকারীদের ও বাউফলে হারুন অর-রশিদ খাঁনের উপরে সন্ত্রাসী হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।এসময় জেলা কমিটির সাধারন সম্পাদক বাদল হোসেন, সহ-সভাপতি আমির হোসেন, সহ-সভাপতি এস আল-আমিন খাঁন ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাচ্চু সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এছাড়াও সংগঠনের সকল সদস্যবৃন্দ প্রতিবাদ সভা ও মানববন্ধনে অংশ নেন এবং প্রতিবাদ সভায় সকল জেলা উপজেলা প্রতিনিধিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান রাখেন।