(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের উত্তর জগদল এলাকা থেকে সোমবার সকালে সুরজিৎ রায় (৩৫) এর লাশ আলু ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তি উপজেলার সুজালপুর কোনাপাড়া গ্রামের মৃত: মনোধর রায়ের ছেলে।
লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান। তিনি আরোও জানান,
সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়ের মাধ্যমে সংবাদ পেয়ে তার নির্দেশে সঙ্গে সঙ্গে ওসি তদন্ত মোস্তাফিজার রহমানের নেতৃত্বে এস আই রেজাউল করিমসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তে মৃত ব্যক্তির লাশের পাশে চানাচুরের সাথে দানাদার বিষের আলামত পাওয়া গেছে জানা যায়।