হে খোদা ! হে রাহমানির রাহিম !
আমার প্রাণের মিনতিটুকু শোনো ,
আমি যা কিছু করি ! যা কিছু ভাবি !
সবকিছু তোমার জন্যই করি যেন !
আমার যত চিন্তা চেতনা !ধ্যান ধারণা !
সব কিছূই যেন তোমাকে ঘিরে রয় ,
আমার সকল কর্ম ! সকল ধর্ম
সকল আশা ভরসা তোমাতেই যেন হয় !
লোক দেখানো বন্দেগী যেন না করি জীবনে
আলোর পথে যেন চলি ,
লোভ লালসায় যেন পথ না হারাই
সদা সর্বদা যেন সত্য কথা বলি !
স্বার্থহীন মানব সেবা যেন করিতে পারি
অসহায়ের সহায় যেন হতে পারি ,
অন্ন হিনে অন্ন !বস্র হিনে বস্র করিতে পারি দান
প্রচার বিমুখ পথটি ধরি !
মানুষের মূল্য যেন দিতে পারি
কারো মনে যেন কষ্ট না দেই ۔
কারো হক যেন ভক্ষণ না করি
কারো অধিকার যেন ছিনিয়ে না নেই !
দুর্নীতিপুষ্ট আলিশান গাড়ি বাড়ী
চাইনা কভু জীবনে ,
সাদা সিধা জীবন ! সৎপথে উপার্জন
সুখের জীবন চাই এই ভুবনে !
যা কিছু চাই !পাই বা না পাই !
শুধু তোমার কাছেই যেন চাই ,
দেওয়া নেয়ার মালিক শুধুই তুমি
তোমার করুণাটুকু যেন পাই !
বিপদে আপদে সুখে দুঃখে সদা
তোমাকেই করি যেন স্মরণ ,
আমার সকল ভুলগুলি মার্জনা করে
আমার চাওয়াটুকু করিও পূরণ !
হায়াৎ মৌয়াত রিজিক দৌলত
সব কিছুর মালিক তুমি ,
আমি যে তোমার অধম বান্দা
শুধুই তোমার করুনা কামী !
কারো উপকার যদি করিতে নাইবা পারি
অপকার যেন না করি ,
আশীর্বাদ যদি নাইবা পাই
অভিশপ্ত জীবন যেন না গড়ি !
মানুষের ভালোবাসা যেন পাই
আমার ভালোবাসা দিয়ে ,
সারা জীবন যেন মানুষকে ভালোবাসী
ভোগে নয় ত্যাগের ব্রত নিয়ে !
আমার জীবনের বাকি সময়টুকু
যেন তোমাতেই করিতে পারি বিলীন ,
আত্ম শুদ্ধির অনলে পুড়ে
যেন পরকালের পথ করিতে পারি মসৃন !!
যখন ফুরায়ে যাবে জীবনের সময়
আঁছানি মৃত্যু দিও ,
কতনা অনন্ত কাল থাকতে হবে মাটির ঘরে
কবরের আজাবখানি মাফ করে নিও !
আমার জীবনের যত গুণাহ বলী
ক্ষমা করে দিও ,তুমি যে ক্ষমাশীল ,
তুমি ক্ষমা পছন্দ কর
অতএব তোমার কাছেই ক্ষমা চাই হে অনন্ত অসীম !
রোজ হাশরের শেষ বিচারে
করোনা আমার বিচার ,
তুমি যদি বিচার করোগো আমার
পাবনা যে পারাপার !
নিঃশর্ত ক্ষমা করিও আমায়
তোমার পবিত্র নামের গুনে ,
তোমার আরশের ছায়ায় দিয়োগো ঠাই
এইটুকু মোর শেষ চাওয়া শেষ জীবনে !!!!