তোমাদের মনে পড়ে কি?
যে জাতি প্রতিশোধ নিতে ভুলে যায়!
যাহারা ছিল আমাদের স্বজন
স্বাধীন দেশের অতন্দ্র প্রহরী
আজও তাহারা বেঁচে আছে
ক্ষতবিক্ষত লাশ হয়ে
পাথরের বুক চিরে শোকের মাতম
অশ্রুর জল বয়ে চলে
নীরবে এই পদ্মা মেঘনা যমুনা
মধুমতির অববাহিকায়
আজি সান বাঁধানো ঘাটে শুধু ধু-ধু বালুচর
বিষাদসিন্ধুর এক নির্মমতার উপাখ্যান।
কাঁদে গগণ আকাশের মেঘ কাঁদে
কাঁদে মোর বাংলার হিয়া
ক্ষুধা জাগে মোর চিত্তে
সে ব্যাথার প্রতিশোধ নিতে
শয়তানের দল বিদ্রোহের অনলে
ভেঙে দেবো মনোবল
স্পৃহা জাগে নজরুলের মতো বিদ্রোহী হয়ে উঠি
বিপ্লবের বেশে মুক্ত জনপদের ধরি জয়গান
প্রত্যয় ডাকিছে জাগো মানুষ বাঁচাও! তাদের
যাহারা আজও বেঁচে আছে মুক্ত কারাগারে
জাগো হে নির্যাতিত,
চারিদিকে আঁধার আজি আঁধারের খেলা
শক্তি জাগোও স্পর্ধা, জাগোও অগ্নি উমা
বাঙালি জাগো! তুলো জয়বাংলার প্রতিধ্বনি
অন্যায়ের প্রতিবাদ করতে শিখো
তবেই তো তিমির বিনাশী এক কাব্য
হয়ে উঠবে হে আমার দুখিনী বাংলাদেশ!