অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, অধ্যক্ষ বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসা। এ মাদরাসার প্রতিষ্ঠাতা সুন্নীয়তের অন্যতম নক্বীব ও ইসলামী ছাত্রসেনার নামকরণকারী অধ্যক্ষ আল্লামা জাফর আহমদ সিদ্দিকী (রহ)। একাধিকবার হাটহাজারী উপজেলায় মাদরাসাটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। মাদরাসার শিক্ষার মান, হোস্টেল ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের আদব-আখলাক হুজুরের দক্ষ ব্যবস্থাপনায় অনন্য। হুজুরের প্রায় প্রতিটি পদক্ষেপ যযোপযোগী। হুজুরের কথামালা শিক্ষণীয়। আমার নিকট আইনের মত। বিভিন্ন সংকটে হুজুরের পদক্ষেপ আমাদের উৎসাহিত করে। আমি আজ শুধুমাত্র হুজুরের বার্ষিক সভা নিয়ে দু’কলম লিখছি।
বুড়িশ্চর জিয়াউল উলুম মাদরাসার বার্ষিক বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করছি। হুজুর একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতা। তথাপি প্রতি বছর মাদরাসা ও সুন্নীয়তের স্বার্থে দেশের প্রথিতযশা আলেমদের দাওয়াত করেন। কখনও আল্লামা জুবাইরকে, কখনও আল্লামা অছিয়র রহমানকে আবার কখনও দেশখ্যাত আলেমদের সম্মানিত করেন। সুন্নীয়তের এ ক্রান্তিকালে ঐক্যবদ্ধ সুন্নীয়তের স্বার্থে মাদরাসার বার্ষিক সভায় অতিথি করলেন আহলে সুন্নতের অন্যতম রাহবার আল্লামা কাশেম নুরীকে। এটিকে সাধুবাদ জানাই। কথায় নয়, কাজে প্রমাণ করুন। এক টেবিলে বসে প্রমাণ করুন আপনারা সুন্নীয়তের কল্যাণকামী।