আমিরুল ইসলাম কবির,
বিশেষ প্রতিনিধিঃ
স্ত্রী কন্যা সন্তান জন্ম দেয়ায় স্ত্রী তালাক.! তালাকের ১৪ দিনের মাথায় তালাকপ্রাপ্তা স্ত্রী’কে বিয়ে।
ঘটনাার বিবরণে প্রকাশ, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ২নং কাটাবাড়ী ইউনিয়নের হামিদপুর গ্রামের চিত্তিপাড়া এলাকার সোহরাব মিয়ার ছেলে সুজন মিয়া (২৬) এক বছরাধিক আগে পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের সাইনদহ বাজার সংলগ্ন সাইবদহ গ্রামের আমজাদ আলীর ৩য় মেয়ে তানিমা আক্তার ওোশাকী (১৮)’কে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে করে।
ঘরসংসার করাকালে এ দম্পতী ১কন্যা সন্তানের জনক জননী হয়। এদিকে, স্ত্রী কন্যা সন্তান জন্ম দেয়ায় স্বামী তা মেনে নিতে পারেনি। ফলে তামিমার উপর চলতে থাকে শারীরিক, মানসিক অত্যাচার সহ অশ্লীল গালমন্দ যৌতুকের চাপ। নারী লোভী সুজন তলে তলে অন্য নারীর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে।
একপর্যায়ে গত ১৩ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখে সুজন স্ত্রী তামিমাকে তালাক প্রদান করে। তালাকের পর তামিমা তার আড়াই মাস বয়সী কন্যা সন্তানকে নিয়ে সাইনদহ বাবার বাড়িতে চলে আসে। আর তালাকের তিনদিন পর ওই স্বামী তালাকপ্রাপ্তা স্ত্রীর সংঙ্গে দেখা করতে সাইনদহ চলে আসে। পরপর বেশ কয়েকদিন এটা চলতে থাকলে এলাকাবাসী গত শনিবার তাকে আটক করে। পরে ওইদিনই ২৭/০২/২১ তালাকের ১৪ দিনের মাথায় ৪ লাখ ৮০ হাজার টাকা দেনমোহরে এবং নগদ ৩০ হাজার টাকা বুঝিয়ে দিয়ে সুজন তামিমাকে পুনরায় বিয়ে করে। এ বিয়ে রেজিস্ট্রেশন করেন নিকাহ্ রেজিস্টার মোঃ আল আমিন এবং বিবাহ পড়ান মেয়ের চাচা মোঃ আনিছুর রহমান।√#