সংবাদ বিজ্ঞপ্তি:
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সদস্য, আঞ্চলিক বার্তা সংস্থা, বাংলাদেশ বেতার, কক্সবাজারের বার্তা সম্পাদক (অনুবাদক) ও কক্সবাজার সাংবাদিক সংসদ (সিএসএস) এর সভাপতি আজাদ মনসুরের পিতা ঈদগাঁও বাজারের প্রবীণ রেস্তোরাঁ ব্যবসায়ী শামসুল ইসলাম সওদাগর আর নেই। ইন্নালিল্লাহি…… রাজিউন।
সোমবার (১ মার্চ) সকাল ১০ টা ৫০ মিনিটের সময় ঈদগাঁও দক্ষিণ মাইজ পাড়াস্থ তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
তিনি ৩ ছেলে, ২ মেয়ে ছিল।
আজ আসরের নামাযের পর ঈদগাঁও দক্ষিণ মাইজ পাড়াস্থ জানাযা মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ছেলে আজাদ মনসুর।
এদিকে এলাকার প্রবীন মুরুব্বী মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঈদগাঁও প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক শোকবার্তায় ক্লাব সদস্যদের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম ও সাধারন সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ।