আসিফ ইকবালঃ
চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বাঙালী কবি,দার্শনিক, সংগীতকর, গণিতজ্ঞ দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের ১৮১তম জন্ম জয়ন্তী স্মরণ’ গাধারে পিটিলে হয়না অশ্ব, অশ্বে পিটিলে হয় যে গাধা শীর্ষক এক সাহিত্য সন্ধ্যা গত ১ মার্চ সোমবার রাতে ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে অালোচনা,গান ও অাবৃত্তি অংশগ্রহণ করেন সংঠনের সভাপতি বাবুল কান্তি দাশ,সহ সভাপতি বিজয় শংকর চৌধুরী,সাংস্কৃতিক সংগঠক, সুজিত কুমার দাশ, সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী,কাকলী দাশ গুপ্তা,মুক্তিযোদ্ধা এস,এম,লিয়াকত হোসেন,হৃদয় দে, অাসিফ ইকবাল, সুমন চৌধুরী, ,সাফাত বিন সানাউল্লাহ,হানিফ চৌধুরী,শিহাব রহমান,কাব্য দাশ,মোঃ সোহেল প্রমুখ। সভায় বক্তারা বলেন গভীর জ্ঞানের মধ্যে কখনও সখনও যদি সরস হৃদয় রয়ে যায় তবেই তো সোনায় সোহাগা। সাংস্কৃতিক রোদ্দুরে ফোসকা পড়লে
সামাজিক রোগের কবিরাজি চিকিৎসা সম্ভব।বিশিষ্ট বাঙালি কবি, সংগীতকার, দার্শনিক ও গণিতজ্ঞ,বাংলা সংকেত লিপি (শর্ট হ্যান্ড) ও স্বরলিপি রচনার অন্যতম অগ্রপথিক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।” গাধারে পিটিলে হয় না অশ্ব,অশ্বে পিটিলে হয় যে গাধা ” যাঁর শিক্ষা নিয়ে তির্যক মন্তব্য।