লোহাগাড়া প্রতিনিধি:
চট্রগ্রামের লোহাগাড়ায় বনবিভাগ কতৃক অবৈধ চিরাই কাঠসহ একটি মিনিট্রাক জব্দ করেছে চুনতি বনবিভাগ। ২ মার্চ মঙ্গলবার সকাল ৬টার দিকে এ অভিযান চালানো হয়েছে।অভিযানে নেতৃত্ব দেন চুনতি বনরেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান বিপ্লব ও সাতগড় বিট কর্মকর্তা মোঃ মাসুদ পারভেজ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুর রহমানের নির্দেশে চুনতি রেঞ্জের আওতাধীন চুনতি বনরেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান ও সাতগড় বনবিট কর্মকর্তা মোঃ মাসুদ পারভেজের নেতৃত্বে বনবিভাগের একটি টিম চট্টগ্রাম —কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বিভিন্ন রকমের চিরাই কাঠসহ একটি মিনি ট্রাক ( ঢাকা মেট্রো — ন ১৭—৮৭৯০) জব্দ করে। এ ব্যাপারে বনআইনে মামলা রুজু করা হয় এবং জব্দকৃত কাঠ ও গাড়ি বনবিভাগের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। এলাকাবাসীর দাবী পরিবেশ রক্ষা করতে লোহাগাড়ার পদুয়া,চরম্বা,আধুনগর,চুনতি, বড়হাতিয়া, পুঠিবিলায় অবৈধভাবে গড়ে উঠা সকল করাতকল বন্ধ করে অবৈধ কাঠ ব্যবসায়ীদের আইনের আওতায় নেওয়ার জন্য জোর দাবী জানাচ্ছে সংশ্লিষ্ট ইউনিয়ন কাছে।