এমন একদিন ছিল
মানুষে মানুষে ছিল অঘাত ভালোবাসা ,
একে অপরের প্রতি ছিল অসীম মায়ামমতা
বুকভরা ছিল দেশকে ভালোবাসার আশা !
ছোটরা বড়োদের সম্মান করিত
বড়োরা ছোটদের করিত আদর ,
মুরুব্বিদের সকলে সালাম করিত
বুড়ো বুড়িদের করিত কদর !
সুখে দুঃখে ছিল পরস্পরের সাথী
ব্যাথা বেদনায় ছিল সমব্যাথী ,
ধর্মে বর্ণে ছিলোনা ভেদাভেদ
সামাজিক উৎসবে ছিল সকলের মাতামাতি !
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান
ভ্রাতৃত্বের বাঁধনে বাধা ছিল সকলে ,
দাদি নানীরা এবাড়ি ওবাড়ি ঘুরে ফিরে
গায়ের পথটি ধরে বাড়ি ফিরিত সন্ধ্যাকালে !
এপাড়ার লোক ওপাড়ায় গেলে
চিড়া মুড়ি আর নারিকেলের লাড়ু দিতো খেতে ,
খালি মুখে ফিরায়ে দিতোনা
একটু জলপান করাতো মমতাময়ী হাতে !
কারো বাড়িতে বিপদ নেমে এলে
সমবেদনা জানাতো সকলে মিলে ۔
সহযোগিতার হাত বাড়িয়ে দিত
জাত পাত সব ভুলে !
কারো বাড়ীতে ডাকাত এলে
সকলে ঝাঁপিয়ে পরিতো জীবনের মায়া ভুলে ۔
কখনো বা জীবনও দিতে হতো
প্রতিবেশীর উপকার করতে গেলে !
এমন মধুর সম্পর্ক ছিল
গ্রাম পাড়া মহল্লা জুড়ে ۔
মানুষ মানুষের জন্য
এ অমরবানী ছিল সকলের অন্তরে !
জ্ঞান অর্জন ছিল লেখাপড়ার মূল মন্ত্র
খেলা ধুলা ছিল বিনোদনে ভরা
অবসর সময়টুকু ছিল
নাটক কবিতা গানে আত্মহারা !
প্রেম ভালোবাসা ছিল হৃদয়ের গহীনে
লোক চক্ষুর আড়ালে নীরব নির্জনে ,
বুক ফুটেতো মুখ ফুটে না
প্রেমের ভাষা হতো বিনিময় নয়নে নয়নে !
নিদ্রাহীন চোখে প্রেমভরা বুকে
খোলা বাতায়নে দখিনা সমীরণে ,
কতনা না বলা কথা লিখা লিপিকা খানি
উজাড় করে দিতো প্রিয়জনের চরণে !
প্রেম ছিল পবিত্র ! প্রেম ছিল মধুর !!
ছিলোনা ছলনা ! ছিলোনা প্রতারণা ,
ভোগে নয় ত্যাগে ই ছিল প্রেমের সার্থকতা
ছিল অঘাত বিশ্বাস ! ছিলোনা প্রবঞ্চনা !
কর্ম ই ছিল ধর্ম সততার চাদরে মোরা
জীবন যাপন ছিল অতি সাধারণ ,
লোভ লালসার বালাই ছিলোনা
সহজ সরল ছিল মানুষের মন !
সৎ পথে অর্জন ! অসৎ পথ বর্জন
মানুষের জীবন ছিল আদর্শে গড়া ,
অল্পতে খুশি স্বল্পতে হাসি
ভোগ বিলাসিতায় ছিলোনা মন ভরা !
জীবন ছিল কতনা সুন্দর ! কতনা মনোহর !!
কতনা সূখ শান্তির নীড় ,
শিক্ষার হার কম থাকলেও
ছিলোনা শিক্ষিত দুর্নীতিবাজদের ভীড় !
কোথায় হাড়িয়ে গেলো সেই সোনালী দিনগুলি
দুঃচিন্তা হীন মুক্ত জীবন ,
আবার যদি ফিরে পেতাম
সেকালের আনন্দে ভরা সুখের ভুবন !