বাবু চৌধুরী -বিশেষ প্রতিনিধি
২এপ্রিল ২০২১ইং, ১৯ শাবান ১৪৪২ হিজরি শুক্রবার রাত্রে হযরতুল আল্লামা শাহ্ সুফি সৈয়দ শায়ের মুহাম্মদ শাহ্ আল কাদেরী আল চিশতী (রঃ) এর ১১তম বার্ষিক খোশরোজ শরীফ দক্ষিণ মেহেরনামা মোরার পাড়া হযরত মুহাম্মদ শাহ্ (রঃ) মাজার প্রাঙ্গণে খতমে কুরআন, খতমে গাউছিয়া শরীফ,খতমে খাজা গান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হইবে।
উক্ত খোশরোজ শরীফে সকল আশেকান ও ভক্তবৃন্দের প্রতি ঈমানী দাওয়াত রহিল।