মোঃ জাহিদুল ইসলাম, দুমকি প্রতিনিধি:
দুমকি উপজেলার ১৯ নং উত্তর শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে বিদ্যালয়ের পক্ষ থেকে অবসরকালীন বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ ৪ এপ্রিল বেলা সাড়ে ১১টায় স্বাস্হবিধী মেনে বিদ্যালয় মিলনায়তনে ইউনুস আলী মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সাগরিকা রাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন খান, মরিয়ম পারভিন, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোরকান আহমদ মৃধা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এসএমসি সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেবীর চর দুমকি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, উত্তর শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন খান প্রমুখ। সভা পরিচালনা করেন জাহিদুল ইসলাম।