করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত চলমান লকডাউন কার্যক্রম কঠোরভাবে পালনে বিশেষ টহল কর্মসূচি করেছে লামা থানা পুলিশ। আজ বুধবার (০৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় লামা থানা চত্বর থেকে টহল কার্যক্রম শুরু হয়ে লামা পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে লামা বাজারে রাতভর লকডাউনে বাস্তবায়নে কাজ করে পুলিশ।
বিশেষ টহল ও মাস্ক বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান। এসময় লামা থানা পুলিশের উপ-পরিদর্শকবৃন্দ ও পুলিশের সদস্যরা অংশ নেন।
টহল কার্যক্রমে গণসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন স্থানে পথসভা ও মাস্ক বিতরণ করা হয়। আজ লকডাউনের তৃতীয় দিনের ন্যায় বিগত ২ দিনও লকডাউন বাস্তবায়নে পুলিশের কার্যক্রম ছিল প্রশংসনীয়।