মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধিঃ
চন্দনাইশে লকডাউনের ৪র্থ দিন গতকাল ৮ এপ্রিল দোহাজারী পৌরসভা সদর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ হাজার ৫০ টাকা জরিমানা করেন।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল সকাল ৬টা থেকে ১১এপ্রিল রাত ১২টা পর্যন্ত সারা দেশে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। সে ধারাবাহিকতায় চন্দনাইশে গতকাল ৮ এপ্রিল সরকারি আদেশ অমান্য করা ও লকডাউনের শর্ত ভঙ্গের দায়ে আজগর রবেলকে ২ হাজার, মোজাহের হোসেনকে ৫’শ, মো. নুরকে ৫’শ মোতালেবকে ৫০ টাকাসহ ৩ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. আব্দুল হালিম, এসআই খায়ের, এসআই আরিফসহ একদল পুলিশ অভিযানে সহায়তা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেছেন, সঠিকভাবে লকডাউন পালন করলে করোনা সংক্রমণ কমে যাবে। উপজেলার বড় বড় বাজারগুলোতে ধারাবাহিকভাবে পরিদর্শনে গিয়ে বল প্রয়োগ না করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীগণকে বুঝিয়ে শুনিয়ে লকডাউনের শর্তাবলি মেনে চলতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আহবানে সাড়া দিয়ে দোকানপাট বন্ধ রাখলেও কিছু অসাধু ব্যবসায়ী বাইরে থেকে সাটার বন্ধ করে স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে ভেতরে বেচাকেনা করছে। আমাদের উপস্থিতি টের পেয়ে দোকানের সাটার লাগিয়ে আমাদের সাথে লুকোচুরি খেলার চেষ্টা করেছে।