বিনোদন প্রতিনিধি শুভ শীল
সম্প্রতি রেকর্ডিং শেষ হয়ছে গানটির লিখেছেন আহমেদ খসরু
গানটির সুর করেছেন দেলোয়ার শাহ নেওয়াজ
I বর্তমান যুগের উদীয়মান কণ্ঠশিল্পী এইচ সেহাগ ও মৌমিতা আফরোজ I
ভিডিওতে ছিলেন রাহুল বাপ্পী
ইদানিং বেশ কিছু গান নিয়ে কাজ করছেন এই শিল্পী I যার মধ্যে লোকসংগীত বিশেষত্ব পেয়েছে I বর্তমানে মডার্ন গান নিয়েও তার কাজ করার আগ্রহ প্রকাশ করেছে I সেই ধারাকে সামনে রেখে খুব শীঘ্রই আসছে এইচ পি সোহাগ ও
মৌমিতা আফরোজের কণ্ঠে একটি রোমান্টিক গান I ‘“ প্রেম শিকারী শিরোনামে I
এ সম্পর্কে এইচ পি সোহাগ ও
মৌমিতা আফরোজ বলেন, আহমেদ খসরু ভাই চমৎকার লেখেন দেলোয়ার শাহনেওয়াজ ভাই অসম্ভব ভাল সুর করেন যা মন ছুঁয়ে যায় I তাই কাজটি করার আগ্রহ প্রকাশ করেছি I আশাকরি আপনাদের সবার ভালো লাগবে I গানের কথা ও সুর চমৎকার I গানটি শুনলে বুঝতে পারবেন I সবাই আমার জন্য দোয়া করবেন I
এ সম্পর্কে আহমেদ খসরু বলেন ৷ এইচ পি সোহাগ এই জুগের
খুব ভালো শিল্পী I খুব ভালো তার গায়কী |মৌমিতা আফরোজ এর কন্ঠ অনেক ভালো I আশা করি সবার ভালো লাগবে I আর গানটির কথা সুর ও চমৎকার I সব মিলে ভাল কিছু হবে আশা করি I গানটি শিগগিরই প্রকাশ পাবে I সবাই আমাদের জন্য দোয়া করবেন I গানটি আগামি রবিবারে সানডে মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেল এ অবমুক্ত করা হবে I