আমিনুর ইসলাম, ঢাকাঃ
বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরের ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ষষ্ঠ কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে এ অভিষেক অনুষ্ঠান হয়। এর মধ্য দিয়ে কর্নেল অব রেজিমেন্ট ‘হিসেবে সেনাবাহিনী প্রধান সামরিক রীতি অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর ‘রেজিমেন্ট অব দি মিলেনিয়াম’ এর অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছেন। অভিষেক অনুষ্ঠানে সেনাবাহিনীর উদ্দেশে বক্তৃতা করেন সেনাপ্রধান। পরে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বীর শহীদদের জন্য স্মৃতিস্তম্ভ ‘বীর গৌরব’ এ শ্রদ্ধা জানান।